করোনাভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে গত ২৬ মার্চ থেকে দেশে সাধারণ ছুটি চলছে। এসময় লকডাউনের কবলে পুরো দেশ। ব্যবসা নেই, কর্ম নেই। হাতে কোনো কাজ নেই। কোথাও কোনো কিছুই ঠিক মতো চলছে না। বৈশ্বিক দেশীয় যোগাযোগ ব্যবস্থাও বন্ধ। অচল সমগ্র বিশ্ব। এ অবস্থায় গরিব কর্মহীন নিম্ন আয়ের মানুষের জীবন আরও দুর্বিষহ হয়ে উঠেছে। দেশে করোনার সংক্রমণের হার দিন দিন বাড়ছে। করোনার অভিঘাতে সাধারণ খেটে খাওয়া মানুষের দুর্ভোগ দিন দিন বাড়ছে। নিম্ন আয়ের শ্রমজীবী কর্মজীবী সাধারণ দিনমজুরদের জীবনে কঠোর দুঃখ-দুর্দশা নেমে এসেছে। একদিকে চলছে সিয়াম সাধনার মাস রোজা। অন্যদিকে ভয়ানক করোনাকাল। রোজার মাসে করোনার অভিঘাত ভয়ঙ্কর অভিশাপ হয়ে দেখা দিয়েছে নিম্ন আয়ের দরিদ্র কর্মহীন মানুষের জন্য।
সিয়াম সাধনার মাস রমজান। এই সাধনা মানে হলো কম খাওয়া, কম ভোগ বিলাস, কৃচ্ছ্র সাধন এবং অন্যের পাশে দাঁড়ানো। গরিব-দুখী মানুষের কষ্টের বোঝা হাল্কা করার শিক্ষাই দেয় মাহে রমজান। এবার এমন এক সময় রোজা-ঈদ এলো, এখন মানুষ ঈদের আনন্দ দূরে থাক, মোটামুটি খেয়ে-পরে বেঁচে থাকবে এই ভরসাও পাচ্ছে না। যেখানে দুবেলা দুমুঠো ভাত জুটছে না, পরিবারের কোনো প্রয়োজনই মেটানো যাচ্ছে না, সেখানে আবার কিসের ঈদ? কিসের আনন্দ উৎসব। এসময় ঈদের খরচা দিয়ে গরিব কর্মহীন অসহায় মানুষের পাশে দাঁড়ানোই এবার ধনীদের ব্রত হওয়া উচিত।