Stock Market Journal

ঈদের আনন্দ থাকবে তো বিনিয়োগকারীদের পরিবারে?

আসন্ন ঈদুল ফিতরের আগে পুজিবাজার থেকে কোনো সমর্থ পাচ্ছেন না বিনিয়োগকারীরা। উল্টো লোকসানে তাদের ত্রাহী ত্রাহী অবস্থা। বছরের পর বছ ধরে বিনিয়োগকারীরা পুজি হারিয়ে চলছেন। বর্তমানে সারা দেশের মানুষ যখন ভালো-মন্দ ঈদের আনন্দ নিয়ে পরিবারের ভাগাভাগি করবেন, তখন পুজিবাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরা হতাশা নিয়ে ঘরে ফিরবেন। এমনটাই দেখা যাচ্ছে বাজারচিত্রে।

দীর্ঘ দরপতনে ক্ষতিগ্রস্ত পুজিবাজার উন্নয়নে কার্যকর কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না। অর্থনৈতিক মন্দার মধ্যেও অনেকে ক্ষেত্রে ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি হচ্ছে। করোনাভাইরাস ও যুদ্ধের ক্ষতি কাটিয়ে পুজিবাজারকে একটি শক্ত ভিত্তির ওপর দাড় করানোর কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। যে কারণে লেনদেন খরা কাটছেই না। দিন দিন বাজারের কঙ্কাল বেরিয়ে আসছে। এ কারণে সাধারণ বিনিয়োগকারীরা কেবলই হতাশা হাবুডুবু খাচ্ছেন। তাদের সামনে ভবিষ্যৎ কুয়াশাচ্ছন্ন। তাই পরিবার পরিজন নিয়ে ঈদ করাটাও হয়তো হবে না অনেক বিনিয়োগকারী। বিশেষ করে যারা যারা পেশাগতভাবে পুজিবাজারে নির্ভরশীল, তাদের অবস্থা খুবই করুন। এই বাস্তবতায় সংশ্লিষ্টদের ভেবে দেখা উচিৎ সাধারণ বিনিয়োগকারীদের জন্য কী করা যায়।