Stock Market Journal

ইজিএমের সময় ও ভেন্যু জানিয়েছে এসএস স্টিল

এসএমজে ডেস্ক:

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এসএস স্টিল লিমিটেড বিশেষ সাধারণ সভার (এজিএম) সময় ও ভেন্যু জানিয়েছে।

কোম্পানিটির ইজিএম আগামী ২৪ মার্চ সকাল ১১ টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে।

৩০ জুন, ২০২০ সমাপ্ত হিসাব বছরে এসএস স্টিল লিমিটেড ১০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর মধ‌্যে ২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড।

২০১৯ সালে কোম্পানিটি পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। বর্তমানে ‘এ’ ক্যাটাগরিতে লেনদেন করছে কোম্পানিটি।

এসএস স্টিলের মোট শেয়ারের ৩২ দশমিক ৩৩ শতাংশ রয়েছে পরিচালকদের কাছে। বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে রয়েছে ১৯ দশমিক ৯৬ শতাংশ। এছাড়া সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে ৪৭ শতাংশ ৭১ শতাংশ শেয়ার। সূত্র: ঢাকা স্টক এক্সচেঞ্জ(ডিএসই)

এসএমজে/২৪/রা