Stock Market Journal

ইউনিয়ন পর্যায়ে ব্রোকারেজের বুথ: পুঁজিবাজারের আকার বাড়াবে

দেশের পুঁজিবাজারের আকার বৃদ্ধি করা বিনিয়োগাকারীদের সহজে বিনিয়োগে আনতে ইউনিয়ন পর্যায়ে ব্রোকার হাউজের ডিজিটাল শাখা খোলার অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)

লক্ষ্যে সম্প্রতি ডিজিটাল শাখা খুলতে করণীয় নিয়ে নির্দেশনা জারি করেছেন কমিশনের চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াতউলইসলাম। গত ১৪ ডিসেম্বর কমিশনের ওয়েবসাইটে তথ্য প্রকাশ করা হয়েছে বলে গণমাধ্যমে জানা যায়।

বিএসইসির নির্দেশনায় বলা হয়েছে, স্টক এক্সচেঞ্জের সম্মতিক্রমে যেকোন স্টক ব্রোকার ডিজিটাল শাখার জন্য কমিশনে আবেদন করতে পারবে। ওইসব বুথ স্টক ব্রোকারের প্রধান অফিস দ্বারা নিয়ন্ত্রণ করতে হবে। কোনো ধরনের তৃতীয়পক্ষ দ্বারা পরিচালনা করা যাবে না।

সিটি করপোরেশনের মধ্যে, পৌরসভা, ইউনিয়ন পরিষদ সদর দফতরে ডিজিটাল শাখা খোলা যাবে। এছাড়া দেশের বাইরেও একই জাতীয় স্থানে ডিজিটাল বুথ স্থাপন করা যাবে। দেশের বাইরে খোলার ক্ষেত্রে কমিশনের অনুমোদনের পাশাপাশি যথাযথ কর্তৃপক্ষের সম্মতি নিতে হবে।

যদিও ডিজিটাল শাখা পরিচালনার জন্য স্টক ব্রোকারের প্রয়োজনীয় কাঠামো এবং সুযোগসুবিধা, আর্থিক সক্ষমতা জনবল থাকতে হবে বলে বিএসইসির নির্দেশনায় বলা হয়েছে। আমরা মনে করি বিষয়টি পুঁজিবাজারের আকার বাড়াতে ভূমিকা রাখবে।