Stock Market Journal

ইউনাইটেড পাওয়ার দুই কোম্পানির ৯৯% করে শেয়ার অধিগ্রহণ করবে

এসএমজে ডেস্ক:

পুঁজিবাজারে তালিকাভুক্ত ইউনাইটেড পাওয়ার জেনারেশন এন্ড ডিসট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ইউপিজিডিসি) দুই কোম্পানির ৯৯% করে শেয়ার অধিগ্রহন করেছে। কোম্পানিগুলো হলো: ইউনাইটেড আনোয়ারা পাওয়ার (ইউএএনপিএল) ও ইউনাইটেড জামালপুর পাওয়ার (ইউজেপিএল)।

গতকাল মঙ্গলবার কোম্পানির ৯৪তম পরিচালনা পর্ষদ সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সূত্র মতে, গত ৩০জুন ২০২০ শেষে কোম্পানি দুটির আর্থিক প্রতিবেদন এর প্রকৃত সম্পদ মূল্য অনুযায়ী এই শেয়ার অধিগ্রহণ করবে ইউনাইটেড পাওয়ার। এবং শেয়ার অধিগ্রহণের বিষয়টি গত ১ জুলাই ২০২০ থেকে কার্যকর হবে।

ইউনাইটেড আনোয়ারা পাওয়ারের ৩০০ মেগাওয়াট এইচএফও ফায়ারড পাওয়ার প্লান্টটি চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত। এবং ইউনাইটেড জামালপুর পাওয়ারের ১১৫ মেগাওয়াট এইচএফও ফায়ারড পাওয়ার প্লান্টটি জামালপুরে অবস্থিত।

নিয়ন্ত্রক সংস্থা এবং শেয়ারহোল্ডারদের অনুমতির জন্য কোম্পানিটির বিশেষ সাধারণ সভা (ইজিএম) আগামী ২৮ অক্টোবর সকাল ১১ টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। এর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৬ অক্টোবর। সূত্র: ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)

এসএমজে/২৪/রা