পুঁজিবাজারে দিনভর সূচক ওঠানামার মধ্য দিয়ে সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার (১৭ জুলাই) দেশের লেনদেন হয়েছে। শেয়ার কেনার চেয়ে বিনিয়োগকারীদের শেয়ার বিক্রির প্রবণতা বেশি থাকায় এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক কমেছে ২০ পয়েন্ট। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে ৭১ পয়েন্ট।
সূচক ও লেনদেন হওয়া অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম কমলেও এদিন লেনদেন কিছুটা বেড়েছে। এর ফলে টানা চার কর্মদিবস পুঁজিবাজারে দরপতন হলো।
আস্থা সংকটের কারণে আবারও পুঁজিবাজারে দরপতন শুরু হয়েছে। আর দরপতনের ধারা অব্যাহত থাকায় শেয়ার বিক্রি করে টাকা তুলে নিচ্ছেন বিনিয়োগকারীরা।
ডিএসইর তথ্য মতে, রোববার সূচক বৃদ্ধির মধ্য দিয়ে দিনের লেনদেন শুরু হয়। তবে তা স্থায়ী ছিল মাত্র ১৫ মিনিট। এরপর শেয়ার কেনার চেয়ে বিক্রির প্রবণতা বেশি থাকায় শুরু হয় সূচকের ওঠানামা, যা অব্যাহত ছিল লেনদেনের শেষ সময় পর্যন্ত।
বিনিয়োগকারীদে বাজারে ধরে রাখতে হলে আস্থার সংকট দূর করা প্রয়োজন। না হলে বাজারে অস্থিরতা কাটবে না। তাই সংশ্লিষ্টদের এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত।