Stock Market Journal

আলহাজ্ব টেক্সটাইলের স্পট মার্কেটে লেনদেনের আদেশ প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক

আইন ভঙ্গের অভিযোগ প্রমাণিত না হওয়ায়, আলহাজ্ব টেক্সটাইলের শেয়ার লেনদেনের ক্ষেত্রে বাধ্যতামূলক ‘স্পট মার্কেট’-এ লেনদেনের আদেশ প্রত্যাহার করেছে বাংলাদেশে সিকিউটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

গত বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিএসইসির ৭০৭তম সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সভায় আলহাজ্ব টেক্সটাইলের বিরুদ্ধে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স, ১৯৬৯ এর সেকশন ১৮ ভঙ্গের অভিযোগ প্রমাণিত না হওয়ায় ওই অভিযোগ থেকে কোম্পানিটিকে অব্যাহতি দেয়া হয় এবং আলহাজ্ব টেক্সটাইলের শেয়ার লেনদেনের ক্ষেত্রে বাধ্যতামূলক ‘স্পট মার্কেট’-এ লেনদেনের আদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত হয়।

এসএমজে/২৪/এম এইচ