Stock Market Journal

আরএফএলের ডিভিডেন্ডে খুশি বিনিয়োগকারীরা

এসএমজে ডেস্ক:

পুঁজিবাজারের তালিকাভুক্ত প্রকৌশল খাতের রংপুর ফাউন্ড্রী লিমিটেডের আজ ৩৯তম বার্ষিক সাধারণ সভা(এজিএম) অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর বাড্ডায় প্রিমিয়াম প্লাজায় আজ শনিবার এ সভা হয়। এতে কোম্পানিটি ২০১৮-২০১৯ অর্থ বছরের জন্য পূর্বঘোষিত ২৩ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন হয়।

গত বছরও কোম্পানিটি ২৩ শতাংশ নগদ লভ্যাংশ দেয়। পুঁজিবাজারে ক্ষতিগ্রস্ত- এক বিনিয়োগকারী কোম্পানির প্রতি ধন্যবাদ জানিয়ে বলেন পুঁজিবাজারের এই ক্রান্তিলগ্নে ২৩ শতাংশ লভ্যাংশ দেয়ায় আমরা ধন্যবাদ জানাই। তিনি আরো বলেন, এরকম ভালো কোম্পানি যদি পুঁজিবাজারের দিকে নজর দেয় তাহলে বাজার আগের অবস্থা ফিরে পাবে এবং ক্ষুদ্র বিনিয়োগকারীরা বাঁচবে।

সভায় সভাপতিত্ব করেন কোম্পানিটির চেয়ারম্যান আহসান খান চৌধুরী। আরও উপস্থিত ছিলেন পরিচালক সাবিহা আমজাদ, পরিচালক চৌধুরী কামরুজ্জামান, স্বতন্ত্র পরিচালক আবদুস সালাম এফসিএ, পরিচালক(অর্থ) উজমা চৌধুরী, পরিচালক(হিসাব) চৌধুরী আতিয়ুর রাসূল, প্রধান অর্থ কর্মকর্তা কিশোর কুমার দেবনাথ এবং কোম্পানি সচিব মোহাম্মদ আমিনুর রহমান্।এছাড়াও উপস্থিত ছিলেন বিনিয়োগকারীগণ ।

এসএমজে/২৪/ঝি