এসএমজে ডেস্ক:
বিশ্বব্যাপি ছড়িয়ে পড়া নভেল করোনাভাইরাস প্রতিরধে নমেছে গোটা বিশ্ব। নাজেহাল অনেক শক্তিশালী রাষ্ট্র। অদৃশ্য এই ভাইরাস মোকাবেলাকে আরেকটি যুদ্ধ হিসেবে নিয়ে যেন যুদ্ধেই নেমেছেন শতবর্শী ব্রিটিশ নাগরিক ক্যাপ্টেন টম মুর। আসছে ৩০ এপ্রিল নিজের বয়সের সেঞ্চুরি পূরণ করবেন তিনি। জীবনের একেবারে শেষ বয়সে এই যুদ্ধেও জয়ী হতে চান তিনি।
‘৭৫ বছর পরও মানুষের জন্য লড়াইয়ে নামলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের ক্যাপ্টেন’ একদিন আগেই তার সম্পর্কে এমন একটি প্রতিবেদন প্রকাশ হয়। প্রতিবেদনে বলা হয়, ‘জাস্টগিভিং’নামক পেজের মাধ্যমে করোনার বিরুদ্ধে ব্রিটেনে লড়াইরত ন্যাশনাল হেলথ সার্ভিসের কর্মীদের সহযোগিতায় তিনি কিছু অর্থ সংগ্রহ করতে চান ক্যাপ্টেন টম মুর।
অর্থ সহযোগিতার বিনিময়ে নিজ বাড়ির বাগান ১০০বার প্রদক্ষিণ করার ঘোষণা দেন তিনি। তার এই আবেদন মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে পৃথিবীর প্রায় সমস্ত মিডিয়ায়। ফলসরুপ অভূতপূর্ব সাড়া মেলে তার আবেদনে।
মাত্র এক সপ্তাহের ব্যবধানে তার এই আবেদনে সাড়া দিয়েছেন ৫৩টি দেশের মানুষ। ১০০০ ব্রিটিশ পাউন্ড (প্রায় ১ লক্ষ টাকা) সংগ্রহের লক্ষ্য নিয়ে আবেদন করা হলেও বৃহস্পতিবার পর্যন্ত- মাত্র এক সপ্তাহের ব্যবধানে তার অ্যাকাউন্টে অনুদান জমা পড়েছে ১৪ মিলিয়ন বা ১ কোটি ৪০ লাখ পাউন্ড। যা বাংলাদেশি টাকায় ১৪৮ কোটি ১৩ লাখ ৭৮ হাজার ৭৬৮ টাকা।
তার দুই দিন পর তার অ্যাকাউন্টে অনুদান যোগ হয়েছে আরও প্রায় ১০ মিলিয়ন পাউন্ড। সব মিলিয়ে শনিবার পর্যন্ত মাত্র ৯ দিনে ক্যাপ্টেন মুরের অনুদানের ফান্ডে জমা হয়েছে ২৩ মিলিয়ন ব্রিটিশ পাউন্ড। বাংলাদেশি টাকায় যার পরিমাণ দাঁড়ায় ২৪৩ কোটি ৩৬ লাখ ৯৩ হাজার ৬৬০ টাকা।
ক্যাপ্টেন মুরের এই মানবিক আবেদনের সঙ্গে যোগ দিয়েছেন ব্রিটেনের নামকরা সঙ্গীতশিল্পী মাইবেল বাল। তিনি ক্যাপ্টেন মুরকে উৎসর্গ করে গাইলেন, ‘ইউ উইল নেভার ওয়াক অ্যালোন।’ টম মুর বেডফোর্ডশায়ারে তার যে বাগান ১০০ বার প্রদক্ষিণ করার ঘোষণা দিয়েছিলেন, সেটাকে সামনে রেখেই এই গান তৈরি করেছেন মাইকেল বাল। তার গানটি বর্তমানে পুরো ব্রিটেনের আই-টিউন চার্টের শীর্ষে অবস্থান করছে।
উল্লেখ্য, এই রোববার ( ১৯ এপ্রিল) বেলা ১১টা পর্যন্ত দেশটিতে করোনায় মোট আক্রান্ত ১ লাখ ১৪ হাজার ২১৭ জন এবং আত্রান্ত হয়ে মারা গেছেন ১৫ হাজার ৪৬৪ জন। তবে দেশটিতে এখনো কোনো আক্রান্ত ব্যাক্তি সুস্থ হতে পারেনি যা খুবই আশ্চর্যজনক।
এসএমজে/২৪/বা