Stock Market Journal

আবারও গেইনারে সেই আল-হাজ্জ টেক্সটাইল

এসএমজে ডেস্ক :

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সেচেঞ্জের (ডিএসই) আবারও লেনদেনে শীর্ষ দশ কোম্পানির তালিকায় প্রথম স্থানে অবস্থান করছে বস্ত্র খাতের কোম্পানি আল-হাজ্জ টেক্সটাইল মিলস্ লিমিটেড। এই দিন কোম্পানিটির শেয়ারের দর বেড়েছে ২ টাকা ৬০ পয়সা বা ৯.৭৭ শতাংশ। কোম্পানিটির মোট ৬৭ হাজার ৪৩১টি শেয়ার মোট ১১৩ বার হাতবদল করে। যার বাজার মূল্য ১৯ লাখ ৫৫ হাজার টাকা।

নানান অনিয়মে জর্জড়িত এই কোম্পানির শেয়ার দর এভাবে হঠাৎ করে বেড়ে যাওয়ার বিষয়ে বাজার বিশ্লেষকরা বলেন-  বর্তমান বাজারে এ কোম্পানির শেয়ারের দর হঠাৎ বেড়ে যাওয়াটা স্বাভাবিক নয়। তাদের মতে কোম্পানিটির কারখানা ঠিকমতো চলছে না। তাই এর শেয়ারের দর বাড়ে কিভাবে?

এই বিষয়ে কোম্পানিটির সেক্রেটারি শওকাত আলীকে জিজ্ঞাসা করলে তিনি জানান, তাদের কোম্পানির শেয়ারের দর এভাবে হঠাৎ বেড়ে যাওয়া সম্পর্কে কোনো নিউজ তাদের নিকট নেই। তাছাড়া তাদের ফ্যাক্টরি এখনও চালু হয়নি এবং সুতা বিক্রির পরিমাণও কমে গেছে ।

বাজার সংশ্লিষ্টদের ধারণা, এ কোম্পানির শেয়ারের দর বাড়া স্বাভাবিক নয়। এতে কারসাজি রয়েছে।

এসএমজে/২৪/বা