Stock Market Journal

আবারও কি দুষ্টচক্রের কবলে পুঁজিবাজার?

গত ঈদের পর থেকে পুঁজিবাজার বেশ ধীরে ধীরে অগ্রগতির দিকে যাচ্ছিলো। লেনদেনেও বেশ উন্নতি হচ্ছিলো। একে বিনিয়োগকারীদের মধ্যে বেশ আস্থা তৈরি হচ্ছিলো। এমন অবস্থায় আবারও কি দুষ্টচক্র মাথাচাড়া দিয়ে উঠলো? কাদের কারসাজির কারণে বাজারে ফের অস্থিরতা তৈরি হলো, এটি খতিয়ে দেখা দরকার নিয়ন্ত্রক সংস্থার।

টানা চারদিন দরপতনের পর সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার (১৫ জুন) দেশের পুঁজিবাজারে সূচকের উত্থান হয়েছে। এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ৫ পয়েন্ট। তবে এদিন ডিএসইতে লেনদেন ৫শ কোটি টাকার নিচে নেমেছে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক বেড়েছে ১২ পয়েন্ট।

সূচকের পাশাপাশি বেড়েছে দাম কমার বিপরীতে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম। এর ফলে চলতি সপ্তাহের রোববার থেকে বুধবার টানা চার কর্মদিবস দরপতনের পর আজ ঘুরে দাঁড়িয়েছে পুঁজিবাজার।

ডিএসইর তথ্যমতে, দিনভর সূচক ওঠানামার মধ্যদিয়ে বৃহস্পতিবার বাজারটিতে লেনদেন হয়েছে। দিন শেষে বাজারে ৩৪০ প্রতিষ্ঠানের মোট ৭ কোটি ৮৮ লাখ ৬৮ হাজার ৭৩১ শেয়ার ও ইউনিট কেনা-বেচা হয়েছে।

কিন্তু সার্বিকভাবে সপ্তাহটি ভালো যায়নি বিনিয়োগকারীদের জন্য। মনে হচ্ছে কোথাও একটা ছন্দপতন হলো। এর থেকে বের হয়ে আসার উপায় খুঁজতে হবে সংশ্লিষ্টদের।