Stock Market Journal

আন্তর্জাতিক শেয়ার বাজার ঊর্ধ্বমুখী

এসএমজে ডেস্ক
আমেরিকান শেয়ার বাজার (এনওয়াইএসই) গত সোমবার আমেরিকান শেয়ার বাজারের সূচক ঊর্ধ্বমুখী ছিল। যুক্তরাষ্ট্রের ডাউজোনসের (ডিওডবিøও) সূচক এদিন ০.২৯ শতাংশ বেড়ে দাঁড়ায় ২৬,৯৭৯ পয়েন্ট।
আমেরিকান শেয়ার বাজারের অর্ন্তভুক্ত নাজডাকও (এনএএসডিএকিউ) ওই দিন কিছুটা ঊর্ধ্বমুখী ছিল। সূচক ০.৩৫ শতাংশ বেড়ে দাঁড়ায় ৭,৮১০ পয়েন্ট।
এদিন লন্ডন শেয়ার বাজারের (এলএসই) সূচক ঊর্ধ্বমুখী ও ছিল। এর সূচক বাড়ে ০.৩০ শতাংশ বা ৭,৩৩০ পয়েন্ট।
বম্বে শেয়ার বাজারের (এসইএনএসইএক্স) সূচক ছিল নিম্নমুখী। এ শেয়ার বাজারের সূচক কমে -১.৫৪ শতাংশ বা ৩৮,৮২২.৫৭ পয়েন্ট।
জাপান শেয়ার বাজারের (এনআইকেকেইআই) সূচকও ঊর্ধ্বমুখী ছিল। এখানে ০.৫৯ শতাংশ বেড়ে সূচক দাঁড়ায় ২১,৮৮৫.২৪ পয়েন্ট। যার মোট সূচক ৭,৪২৬.২১ পয়েন্ট।
বেশিরভাগ আন্তর্জাতিক শেয়ার বাজারে সূচক ঊর্ধ্বমুখী থাকলেও বম্বে শেয়ার বাজারের চিত্র ছিল ভিন্ন।
বিশ্ববাজারে অপরিশোধিত তেলের মূল্য ইতিবাচক প্রভাব পড়ছে। বেড়েছে প্রতি ব্যারেলে ১.১১ শতাংশ এবং স্বর্ণের দাম কমেছে প্রতি আউন্সে -০.৪২ শতাংশ।
এসএমজে/২৪/ঝি