Stock Market Journal

আন্তর্জাতিক মানের পুঁজিবাজার ছাড়া উন্নয়ন সম্ভব নয়

দেশের পুঁজিবাজারকে আন্তর্জাতিকমানে উন্নীত করতে নাপারলে অর্থননীতির উন্নয়ন সম্ভব নয়।যে বিষয়টি আমরা বার বার বলেছি, সেটি হচ্ছে একটি আন্তর্জাতিক মানের পুঁজিবাজার। বর্তমান যুগে প্রতিটিদেশই কোনো কোনো ভাবে আন্তর্জাতিক জালে জড়ানো। সুতরাং বিচ্ছিন্ন হওয়ার সুযোগ নেই।আর এটি করতে গেলে আমাদের পুঁজি বাজারে কিছু নিয়ম বদলানো উচিত।

যেমন সব কোম্পানির শেয়ারে একই ফেসভ্যালু। এটি দুনিয়ার কোথাও নেই। অথচ আমাদের দেশে চলছে। ফলে কোম্পানি বাছাই করার ক্ষেত্রে বিনিয়োগকারীরা অনেক সময় বিভ্রান্ত হচ্ছেন। এই বিভ্রান্তি তাদের ক্ষতির মধ্যে ফেলছে। অন্যদিকে নানা ধরনের অনিয়ম পুঁজিবাজারে ধরা পড়ছে। এর শাস্তি স্বরূপ জরিমানা করা হচ্ছে।

আমরা দীর্ঘ সময় ধরে বলে আসছি শুধু জরিমানা করে দায়ীদের দমানো যাবেনা। তাদের জেল দেওয়ার বিধান করা উচিত। অনেকে কোটি টাকার অনিয়ম করে হাজার টাকা জরিমানা দিয়ে পার পেয়ে যাচ্ছেন। এতে কাজের কাজ কিছুই হচ্ছেনা। তারা আবারও অনিয় মকরছেন।এরফলে ‘যেই লাউ সেই কদুই’ থেকে যাচ্ছে।তাই বিষয়টি আমলে নেওয়া প্রয়োজন নীতি নির্ধারকদের।