Stock Market Journal

পুঁজিবাজারে লেনদেনের সময় বাড়লো আধঘণ্টা

নিজস্ব প্রতিবেদক:
ব্যাংকের সঙ্গে সমন্বয় করে আগামী দুই দিন পুঁজিবাজারের লেনদেন ৩০ মিনিট বাড়িয়ে আড়াই ঘণ্টা করার সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ব্যাংকের সঙ্গে সমন্বয় করে এ সময় বাড়ানো হয়েছে বলে জানিয়েছে বিএসইসি।

জানা গেছে, ১২ ও ১৩ এপ্রিল দুই দিন ব্যাংকের লেনদেনের সময়সীমা আরো আধা ঘন্টা বাড়িয়ে সকাল ১০ টা থেকে দুপুর ১টা পর্যন্ত নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। এরসঙ্গে সমন্বয় করে দেশের শেয়ারবাজারে লেনদেনের সময়সীমাও আধা ঘন্টা বাড়ানো হয়েছে।

এরফলে আগামী ২দিন দেশের দুই স্টক এক্সচেঞ্জে সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত লেনদেন চলবে। ওই দুইদিন আধা ঘন্টা লেনদেন বাড়ালেও যথারীতি প্রি-ওপেনিং বন্ধ থাকছে এবং ১৫ মিনিটের পোস্ট ক্লোজিং সেশন চালু থাকবে।

এর আগে গত ৫ এপ্রিল থেকে এক সপ্তাহের জন্য সরকার ঘোষিত সার্বিক কার্যাবলী ও চলাচল সীমিত থাকাকালীন সময়ে সকাল ১০ টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শেয়ারবাজারে লেনদেনের সময়সীমা নির্ধারণ করা হয়েছিল।
এসএমজে/২৪/রা