Stock Market Journal

আজ সন্ধায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

এসএমজে ডেস্ক:

আগামীকাল সোমবার (২৫ মে) পবিত্র ঈদুল ফিতর। সেই উপলক্ষে আজ (২৪ মে) সন্ধ্যা সাড়ে ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানিয়েছেন, রবিবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। তার ভাষণ বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারসহ সব বেসরকারি টিভি চ্যানেল এবং বেতারে সম্প্রচার করা হবে।

প্রধানমন্ত্রীর ভাষণে দেশবাসীর সঙ্গে পবিত্র ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার পাশাপাশি দেশবাসীর কল্যাণ কামনা এবং করোনা পরিস্থিতিতে করণীয় এবং বিভিন্ন নির্দেশনা থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

প্রসঙ্গত, বাংলাদেশের আকাশে গতকাল (২৩ মে) ১৪৪১ হিজরি সনের পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় সোমবার বাংলাদেশে পালিত হবে ঈদুল ফিতর। ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে এক সভা শেষে ধর্ম সচিব নুরুল ইসলাম জানান, দেশের শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। সোমবার সারাদেশে পবিত্র ঈদুল-ফিতর পালিত হবে। সূত্রঃ বাসস।

এসএমজে/২৪/বা