Stock Market Journal

আজ ব্লক মার্কেটে ৩৬ কোম্পানির লেনদেন ২৪১ কোটি টাকা

এসএমজে ডেস্ক:

সপ্তাহের প্রথম কার্যদিবস আজ রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৩৬ কোম্পানির মোট লেনদেন হয়েছে ২৪১ কোটি ৩০ লাখ ৩৩ হাজার টাকা।

ব্লক মার্কেটে লেনদেনের প্রথম স্থানে রয়েছে প্রভাতী ইন্স্যুরেন্স লিমিটেড। কোম্পানিটির মোট ১০৪ কোটি ৬৯ লাখ ৫৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ লিমিটেড। কোম্পানিটির মোট ৬৬ কোটি ৩২ লাখ ৯৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ব্লকে লেনদেনের তৃতীয় স্থানে থাকা ন্যাশনাল ফীড মিলস লিমিটেডের মোট ২৩ কোটি ৪২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন হওয়া অন্যান্য কোম্পানিগুলো হল- আলিফ ইন্ডাস্ট্রিজ, আমান ফীড, আরামিট লিমিটেড, বেক্সিমকো লিমিটেড, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, ক্রিস্টাল ইন্স্যুরেন্স, ঢাকা ডাইং, ঢাকা ইন্স্যুরেন্স, এমারেল্ড অয়েল, ফরচুন সুজ, জিবিবি পাওয়ার, গ্রীণ ডেলটা ইন্স্যুরেন্স, মেরিকো, নাহি অ্যালুমিনিয়াম,নর্দার্ন ইসলামী ইন্স্যুরেন্স,এনআরবি কর্মাশিয়াল ব্যাংক, ওরিয়ন ফার্মা, প্যাসিফিক ডেনিমস, দ্যা পেনিনসুলা চিটাগং, ফিনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, পপুলার লাইফ ইন্স্যুরেন্স, প্রগতি ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট টেক্সটাইল, আরএকে সিরামিকস, রেনাটা, রুপালী লাইফ ইন্স্যুরেন্স, সাফকো স্পিনিংস মিলস, সেলভো কেমিক্যাল ইন্ডাস্ট্রি, শমরিতা হসপিটাল, এসকে ট্রিমস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস এবং ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। সূত্র: ঢাকা স্টক এক্সচেঞ্জ(ডিএসই)

এসএমজে/২৪/মি