Stock Market Journal

আজ ব্লক মার্কেটে ৩২ কোম্পানির লেনদেন ৪০ কোটি টাকা

এসএমজে ডেস্ক:

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস আজ সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৩২ কোম্পানির মোট লেনদেন হয়েছে ৪০ কোটি ৪১ লাখ ৩৬ হাজার টাকা।

ব্লক মার্কেটে লেনদেনের প্রথম স্থানে রয়েছে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট লিমিটেড। কোম্পানিটির মোট ১২ কোটি ৮৯ লাখ ৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড। কোম্পানিটির মোট ৬ কোটি ৪২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ব্লকে লেনদেনের তৃতীয় স্থানে থাকা ফরচুন সুজ লিমিটেডের মোট ৩ কোটি ৮১ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন হওয়া অন্যান্য কোম্পানিগুলো হল:- বিডি থাই, বীকন ফার্মা, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল, বেক্সিমকো ফার্মা, ডেল্টা লাইফ, ডাচ্ বাংলা ব্যাংক, জিবিবি পাওয়ার, গ্লোবাল ইন্স্যুরেন্স, কর্ণফুলি, কাট্টালি টেক্সটাইল, লংকা বাংলা, ম্যাক্সন স্পিনিং, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স, মেরিল পেট্টোলিয়াম, ন্যাশনাল ফীড, নর্দার্ণ ইন্স্যুরেন্স, ন্যাশনাল পলিমার, এনআরবিসি ব্যাংক, অলিম্পিক ইন্ডিাস্ট্রিজ, পাইওনিয়ার ইন্স্যুরেন্স, পাওয়ার গ্রীড, প্রাইম টেক্সটাইল, সালভো কেমিক্যাল, এসকে ট্রিমস, সাউথইস্ট ব্যাংক, স্কয়ার ফার্মা, এসএস স্টিল ও ওয়াল্টন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। সূত্র: ঢাকা স্টক এক্সচেঞ্জ(ডিএসই)

এসএমজে/২৪/রা