Stock Market Journal

আজ ব্লক মার্কেটে ২৯ কোম্পানির লেনদেন ৫৩ কোটি টাকা

এসএমজে ডেস্ক:

সপ্তাহের তৃতীয় কার্যদিবস আজ বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ২৯ কোম্পানির মোট লেনদেন হয়েছে ৫৩ কোটি ৮৭ লাখ ৪২ হাজার টাকা।

ব্লক মার্কেটে লেনদেনের প্রথম স্থানে রয়েছে ইউনাইটেড পাওযার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। কোম্পানিটির মোট ৯ কোটি ৪৩ লাখ ৯৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে ব্যাংক এশিয়া লিমিটেড। কোম্পানিটির মোট ৮ কোটি  ৬০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ব্লকে লেনদেনের তৃতীয় স্থানে থাকা এশিয়া প্যসিফিক জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের মোট ৪ কোটি  ৯৮ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন হওয়া অন্যান্য কোম্পানিগুলো হল- বার্জার পেইন্টস বাংলাদেশ, বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি, বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি, ব্র্যাক ব্যাংক, সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানি, সিটি ব্যাংক, ডেল্টা ব্র্যাক হাউজিং ফাইন্যান্স কর্পোরেশন, ঢাকা ব্যাংক, ইস্টার্ণ ইন্স্যুরেন্স, জিবিবি পাওয়ার, জেনিক্স ইনফোসিস, জিপিএইচ ইস্পাত, কোহিনূর কেমিক্যালস, লংকা বাংলা ফাইন্যান্স, লিনডে বাংলাদেশ,ন্যাশনাল পলিমার, ন্যাশনাল টিউবস,প্রভাতী ইন্স্যুরেন্স,আরএকে সিরামিক,রেনাটা, রিপাবলিক ইন্স্যুরেন্স,রবি আজিয়াটা,আরএসআরএম স্টিল,সী পার্ল রিসোর্ট ও সিঙ্গার বাংলাদেশ লিমিটেড। সূত্র: ঢাকা স্টক এক্সচেঞ্জ(ডিএসই)

এসএমজে/২৪/ঝি