এসএমজে ডেস্ক:
সপ্তাহের পঞ্চম কার্যদিবস আজ বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ২১ কোম্পানির মোট লেনদেন হয়েছে ১৭ কোটি ৯ লাখ ৭২ হাজার টাকা।
ব্লক মার্কেটে লেনদেনের প্রথম স্থানে রয়েছে এস.এস.স্টিল লিমিটেড। কোম্পানিটির মোট ৮ কোটি ১০ লাখ ৭০ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে ব্র্যাক ব্যাংক লিমিটেড। কোম্পানিটির মোট ৫ কোটি ১৮ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ব্লকে লেনদেনের তৃতীয় স্থানে থাকা জিবিবি পাওয়ার লিমিটেডের মোট ১ কোটি ৭৯ লাখ ২৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ব্লক মার্কেটে লেনদেন হওয়া অন্যান্য কোম্পানিগুলো হল- আমান কটন ফাইবার্স, এসোসিয়েট অক্সিজেন, এশিয়া ইন্স্যুরেন্স, ব্রিটিশ আমেরিকান টেবাকো, বাংলাদেশ সাবমেরিন কেবল, ডেফোডিল কম্পিউটার, ইস্টার্ণ ইন্স্যুরেন্স, জেনিক্স ইনফোসিস, কে অ্যান্ড কিউ, কোহিনূর কেমিক্যালস, লংকাবাংলা ফাইন্যান্স, মীর আখতার, ওয়াইমেক্স, ওরিয়ন ইনফিউশনস, সী-পার্ল বীচ রিসোর্ট, শাশা ডেনিমস, সিমটেক্স এবং ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। সূত্র: ঢাকা স্টক এক্সচেঞ্জ(ডিএসই)
এসএমজে/২৪/ঝি