এসএমজে ডেস্ক:
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস আজ সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেট ১৯ কোম্পানির মোট ২০ লাখ ৪৫ হাজার ৯২০টি শেয়ারের লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৯ কোটি ১৩ লাখ ৮৭ হাজার টাকা।
ব্লক মার্কেটে লেনদেনের প্রথম স্থানে রয়েছে বারাকা পাওয়ার লিমিটেড। কোম্পানির মোট ৩ কোটি ১০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
লেনদেনের দ্বিতীয় স্থানে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স। কোম্পানির মোট ১ কোটি ৯৩ লাখ ৫২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ব্লকে লেনদেনের তৃতীয় স্থানে থাকা ব্র্যাক ব্যাংক ৬২ লাখ ২৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ব্লকে লেনদেনের বিবরণ-
কোম্পানির নাম | লেনদেনের পরিমাণ | কোম্পানির নাম | লেনদেনের পরিমাণ |
বারাকা পাওয়ার লিমিটেড | ৩ কোটি ১০ লাখ | সি পার্ল বিচ হ্যাচারি | ১৯ লাখ ৬৫ হাজার |
ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স | ১ কোটি ৯৩ লাখ ৫২ হাজার | সিএপিএম আইবিবিএল মিউচুয়াল ফান্ড | ১৭ লাখ ২৪ হাজার |
ব্র্যাক ব্যাংক | ৬২ লাখ ২৯ হাজার | আমান ফিড | ১২ লাখ ২৮ হাজার |
গ্রামীণ ফোন | ৪৯ লাখ ৬৫ হাজার | আইসিবি ইমপ্লোয়িস | ৭লাখ ১০ হাজার |
এমএল ডায়িং | ৪৯ লাখ ২৫ হাজার | এম্বি ফার্মা | ৬ লাখ ২৪ হাজার |
রিপাবলিক ইন্স্যুরেন্স | ৪৬ লাখ ৫৯ হাজার | ইস্টার্ন ইন্স্যুরেন্স | ৫ লাখ ২২ হাজার |
ইউনাইটেড পাওয়ার | ৩৩ লাখ ৭০ হাজার | কেডিএস এক্সেসোরিস | ৫ লাখ ৩৫ হাজার |
আমান কটন | ৩৩ লাখ | বাংলাদেশ সাবমেরিন ক্যাবল | ৫ লাখ ৭ হাজার |
স্কয়ার ফার্মাসিউটিক্যালস | ২৮ লাখ ৫৩ হাজার | এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ড | ৫ লাখ |
এসকে ট্রিমস | ২৪ লাখ ২১ হাজার |
সূত্র: ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)
এসএমজে/২৪/তা