Stock Market Journal

আজ বিএসইসির সাথে বাংলাদেশ ব্যাংকের বৈঠক

এসএমজে ডেস্ক: পুঁজিবাজারের ও মুদ্রাবাজার উন্নয়নে আগামী আজ বেলা ১২টায় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ও বাংলাদেশ ব্যাংকের  মধ্যে বৈঠক অনুষ্ঠিত হবে।

ওইদিন বিএসইসির কার্যালয়ে আসবে বাংলাদেশ ব্যাংকের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল তাদের সঙ্গে বিএসইসির শীর্ষ পর্যায়ের নেতারা বৈঠক অনুষ্ঠিত হব।

বৈঠককে বিএসইসির পক্ষ থেকে উপস্থিত থাকবে কমিশনের চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম এবং বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে উপস্থিত থাকবে ডেপুটি গভর্নর । এছাড়াও বৈঠকে আরো উপস্থিত থাকবে বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগের দুইজন নির্বাহী পরিচালক এবং বিএসইসির উর্ধ্বতন কর্মকর্তাগণ।

বৈঠকে পুঁজিবাজারের তারল্য পরিস্থিতি বাড়ানো, সুশাসন প্রতিষ্ঠা এবং উভয় নিয়ন্ত্রক সংস্থা কীভাবে বাজারের স্বার্থে কাজ করতে পারে, সেসব বিষয়ে আলোচনা হবে। সেইসাথে, পুঁজিবাজারের জন্য স্বল্প সুদে কীভাবে ঋণ সরবরাহ বাড়ানো যায়, সেসব বিষয়ও আলোচনায় প্রাধান্য পাবে। সূত্র: বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি)

এসএমজে/২৪/মি