Stock Market Journal

আজ থেকে তৌফিকা ফুডসের আইপিও আবেদন শুরু

নিজস্ব প্রতিবেদক:

পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলনের অনুমোদন পাওয়া তৌফিকা ফুডস অ্যান্ড এ্যাগ্রো ইন্ডাস্ট্রিজের (লাভেলো) প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) আজ ৩ জানুয়ারি (রবিবার) থেকে আবেদন শুরু । যা চলবে ৭ জানুয়ারি পর্যন্ত। কোম্পানি সূত্রে এ তথ্য জানা যায়।

এর আগে, গত ১৪ অক্টোবর বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৭৪৪তম সভায় কোম্পানিটির আইপিও অনুমোদন দেয়া হয়।

কোম্পানিটি প্রতিটি ১০ টাকায় অর্থাৎ অভিহিত মূল্যে ৩ কোটি শেয়ার ইস্যুর মাধ্যমে ৩০ কোটি টাকা সংগ্রহ করবে। যা দিয়ে মেশিনারিজ ও ইক্যুপমেন্ট ক্রয়, ঋণ পরিশোধ এবং আইপিও খরচ পরিচালনা করা হবে।

৩০ সেপ্টেম্বর ২০২০ সমাপ্ত সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১.২০ টাকা। শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) হয়েছে ১২.১৭ টাকা।

কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে বানকো ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট এবং সন্ধানি লাইফ ফাইন্যান্স।

এসএমজে/২৪/মি