Stock Market Journal

আজ খুলছে ব্যাংক-বিমা ও পুঁজিবাজার

নিজস্ব প্রতিবেদক:
ঈদের ছুটি শেষ হয়ে আজ রোববার থেকে খুলছে ব্যাংক-বিমা ও পুঁজিবাজার। আজ অফিস পাড়ায় যোগ দেবেন ব্যাংক-বিমা, শেয়ারবাজার ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোর কর্মজীবীরা।

সাধারণত রমজান মাস ২৯ দিনে হিসাব করে ঈদুল ফিতরের ছুটি নির্ধারণ করা হয়। কিন্তু এবার করোনা পরিস্থিতিতে বৃহস্পতিবার (১৩ মে) থেকে ছুটি ঘোষণা করে সরকার। তাই বুধবার (১২ মে) শেষ কর্মদিবস অফিস হয়ে তিন দিনের ঈদের ছুটি শুরু হয়। যদিও সরকার ঘোষিত তিন দিনের মধ্যে শুক্র ও শনিবার দুদিনই ছিল সাপ্তাহিক ছুটি।

করোনাভাইরাসের সংক্রমণ রোধে চলমান লকডাউনে সীমিত পরিসরে খোলা থাকবে ব্যাংক। রোববার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলবে ব্যাংকের লেনদেন। এরপর আনুষঙ্গিক কার্যক্রম শেষ করতে ব্যাংক খোলা থাকবে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। আর পুঁজিবাজারে লেনদেন হবে সকাল ১০টা থেকে বেলা দেড়টা পর্যন্ত।
এসএমজে/২৪/রা