Stock Market Journal

আগ্রহীদের পুঁজিবাজারে আসার সুযোগ করে দিতে হবে

পুঁজিবাজার নিয়ে মানুষের মধ্যে অনেক ভুল ধারণা আছে। দীর্ঘ সময়ের ব্যবধানে এসব ভুল ধারণা তৈরি হয়েছে। এতে পুঁজিবাজার সম্পর্কে অনেকের নেতিবাচক মনোভাব দেখা যায়। এ কারণে আগ্রহ থাকা সত্তেও তারা পুঁজিবাজারে আসছেন না। এটি কোনো ভালো বিষয় নয়। দেশের অর্থনীতিরও এতে কোনো উপকার হয় না।

হ্যাঁ, অতীতে অনেক সময় পুঁজিবাজারে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এসব ঘটনায় হয়তো কারো কারো ক্ষতিও হয়েছে। এ কারণে অনেকে পুঁজিবাজারে আসতে দ্বিধাবোধ করছেন। এখন সংশ্লিষ্টদেরই উদ্যোগ নিতে হবে মানুষের ভুল ধারণা ভাঙানোর জন্য। কারণ আমাদের মোট জনসংখ্যার খুব সামান্যই পুঁজিবাজারে যুক্ত। উন্নত দেশগুলোয় এমন চিত্র দেখা যায় না। সেখানে অনেক মানুষ পুঁজিবাজারে জড়িত।

আমরা যদি দেশবাসীর মধ্যে বিশ্বাসযোগ্যতা তৈরি করতে পারি, তা হলে অনেক লোক; যারা পুঁজিবাজারে আসতে আগ্রহী তাদেরকে পাওয়া যাবে। তবে সেই সুযোগ সৃষ্টি করতে হবে। বাজার সম্পর্কে সব ধরনের নেতিবাচক মনোভাব যাতে দূর হয় সেই ব্যবস্থা করতে হবে। এটি খুব বেশি কঠিন কাজ নয়। তবে এর জন্য সংশ্লিষ্টদের আন্তরিকতাই সবার আগে দরকার।