বিনোদন ডেস্ক:
গত বছর ঈদুল ফিতরে শাহেনশাহ মুক্তির কথা ছিল। এ পর্যন্ত অনেকবার মুক্তির তারিখ পেছানো হয়েছে। সম্ভব না হওয়ায় ঈদুল আজহায় ছবিটি মুক্তির সিদ্ধান্ত নেয় নির্মাতা প্রতিষ্ঠান, কিন্তু সেবারও সম্ভব হয়নি। আগামীকাল শুক্রবার দেশের প্রায় ৮০টি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে ছবিটি। বিষয়টি নিশ্চিত করেছেন ছবির প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার ব্যবস্থাপক রেজাউল করিম। তিনি বলেন, ‘শেষ মুহূর্ত পর্যন্ত প্রেক্ষাগৃহের সংখ্যা প্রায় ১০০টির মতো হতে পারে।’
শাহেনশাহ ছবিতে শাকিব খানের সঙ্গে প্রথম জুটি বেঁধে অভিনয় করছেন নুসরাত ফারিয়া ও রোদেলা জান্নাত।
মুক্তির খবরে খুশি নুসরাত ফারিয়া। তবে প্রচারণায় থাকতে পারছেন না বলে জানালেন এই নায়িকা। তিনি বলেন, ‘এর আগে বেশ কয়েকবার মুক্তির তারিখ নির্ধারিত হয়েও মুক্তি পায়নি ছবিটি। এবার মুক্তি পাচ্ছে। ভালো লাগছে। শাকিবের সঙ্গে প্রথম কাজ এটি। কিন্তু অন্য ছবির শুটিং থাকায় হলে গিয়ে ছবিটি দেখার সুযোগ হবে না। প্রচারও করতে পারছি না ঠিকমতো।’
শাহেনশাহ ছবিতে আরও অভিনয় করেছেন আহম্মেদ শরীফ, মিশা সওদাগর, অমিত হাসান, সিবা শানু, ডন প্রমুখ।
এসএমজে/২৪/রা