Stock Market Journal

আগামীকাল ৬ কোম্পানির লেনদেন বন্ধ

এসএমজে ডেস্ক:

আগামীকাল রোববার পুঁজিবাজারের তালিকাভুক্ত ছয় কোম্পানির লেনদেন বন্ধ থাবে । ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, কোম্পানিগুলোর এজিএম সংক্রান্ত রেকর্ড ডেটের কারণে আগামীকাল (১৩ অক্টোবর) লেনদেন বন্ধ থাকবে।

কোম্পানিগুলো হলো জ্বালানি খাতের কোম্পানি ডরিন পাওয়ার, বস্ত্র খাতের আর্গন ডেনিমস্ ও ইভিন্স টেক্সটাইল, ওষুধ ও রসায়ন খাতের জেএমআই সিরিঞ্জ, চামড়া খাতের এপেক্স ফুটওয়ার এবং বীমা খাতের পদ্মা লাইফ ইন্স্যুরেন্স লিামটেড।

এসএমজে/২৪/মি