Stock Market Journal

আগামীকাল ৩২ কোম্পানির লেনদেন বন্ধ

এসএমজে ডেস্ক:

বার্ষিক সাধারণ সভা (এজিএম) সংক্রান্ত রেকর্ড ডেট থাকায় আগামীকাল ১৯ নভেম্বর, বুধবার শেয়ার লেনদেন স্থগিত থাকবে পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩২ কোম্পানির। কোম্পানিগুলো হল- ওয়ালটন হাইটেক, সোনালী পেপার, ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি, আরএন স্পিনিং মিলস, ফাইন ফুডস লিমিটেড, এডিএন টেলিকম, জাহিনটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড, সি-পার্ল বিচ রিসোর্ট, দেশবন্ধু গার্মেন্টস, ওআইমেক্স ইলেকট্রোডস, বিডিকম অনলাইন লিমিটেড, জুট স্পিনার্স লিমিটেড, অলিম্পিক এক্সেসরিস লিমিটেড, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ, সাভার রিফ্র্যাকটরিজ লিমিটেড, টোসরিফা ইন্ডাস্ট্রিজ লিমিটেড, সায়হাম টেক্সটাইল মিলস, ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এমএল ডাইং, শাশা ডেনিম লিমিটেড, মুন্নু সিরামিক, মুন্নু জুট স্টাফলার, দুলামিয়া কটন, অ্যাডভেন্ট ফার্মা লিমিটেড, রংপুর ফাউন্ড্রী লিমিটেড, প্যাসেফিক ডেনিমস লিমিটেড, ইনফরমেশন টেকনোলজি কনসালটেন্টস লিমিটেড, সামিট এ্যালায়েন্স পোর্ট লিমিটেড, ন্যাশনাল পলিমিার ইন্ডাস্ট্রিজ লিমিটেড, স্টাইলক্রাফট লিমিটেড, ট্রাস্ট ব্যাংক লিমিটেড এবং সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেড।

কোম্পানিগুলোর শেয়ার ১৭ ও ১৮ নভেম্বর স্পট মার্কেটে লেনদেন হয়। রেকর্ড ডেটের পর আগামী ২২ নভেম্বর, রবিবার থেকে কোম্পানিগুলোর শেয়ার স্বাভাবিকভাবে লেনদেন হবে।

সূত্র: ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)

এসএমজে/২৪/তা