Stock Market Journal

আইসিবি ইসলামিক ব্যাংকের সাথে আইসিবির ইএসএফ সংক্রান্ত চুক্তি স্বাক্ষর

 

এসএমজে ডেস্ক: আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেড এবং ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ এর মধ্যে (ইএসএফ) সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ শফিক বিন আবদুল্লাহ এবং ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) এর মহাব্যবস্থাপক দীপিকা ভট্টাচার্য্য তাদের নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে গত ৩ই সেপ্টেম্বর উক্ত চুক্তিতে স্বাক্ষর করেন।

আইসিবির উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ মোসাদ্দেক-উল-আলম, আইসিবি ইসলামিক ব্যাংকের বিজনেসের প্রধান, হাবিবুর রহমান এবং উভয় প্রতিষ্ঠানের উর্দ্ধতন কর্মকর্তারা স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন।অন্ট্র্যাপ্রেনারশীপ সাপোর্ট ফান্ড (ইএসএফ) এর আওতায় খাদ্য প্রক্রিয়াজাতকরণ ও কৃষিভিত্তিক শিল্প এবং আইসিটি প্রকল্প স্থাপনের লক্ষে ঋণদানে সহায়তা প্রদান করা হবে।

এসএমজে/২৪