Stock Market Journal

আইসিইউতে ভর্তি সৌরভ গাঙ্গুলি

বিনোদন ডেস্ক:

বুকে ব্যথা নিয়ে বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ ২ জানুয়ারি,  শনিবার সকালে জিম করার সময় বুকে ব্যথা অনুভব করেন ভারতীয় দলের সাবেক অধিনায়ক। বাড়িতে ওয়ার্ক আউট করার সময় পড়ে যান তিনি।

কিছুটা সামলে উঠে পরিবারের ডাক্তারকে সৌরভ নিজেই ফোন করেন। এরপরই তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে ইসিজি করানো হয় গাঙ্গুলির। ধারণা করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়েছেন সাবেক এই অধিনায়ক। চিকিৎসক সরোজ মণ্ডলের তত্ত্বাবধানে ভর্তি রয়েছেন তিনি। এদিকে, সব রকম পরীক্ষা-নিরীক্ষার পরেই প্রকৃত কারণ জানা যাবে বলে মত চিকিৎসকদের। জরুরি ভিত্তিতে মেডিকেল বোর্ড গঠনের কথাও বলেন তার চিকিৎসক। তবে এই মুহূর্তে গাঙ্গুলির শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে।

ভারতের হয়ে ১১৩টি টেস্ট ও ৩১১ ওয়ানডে খেলা সৌরভ গাঙ্গুলি, ২০১৯ সালের অক্টোবরে বিসিসিআইয়ের সভাপতি নির্বাচিত হন। টেম্পোরারি পেসমেকার লাগানোর চিন্তা-ভাবনা চলছে। সৌরভের দ্রুত আরোগ্য কামনা করে টুইট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এসএমজে/২৪/রা