পুঁজিবাজারে তালিকাভুক্তির ক্ষেত্রে কোম্পানিগুলোর ওপর নতুন নতুন শর্ত আরোপ করছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এসব শর্তের মধ্যে অন্যতম হলো কোম্পানিগুলোকে বিভিন্ন মেয়াদে বোনাস লভ্যাংশ না দিয়ে নগদ লভ্যাংশ দেয়া। সদ্য পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া এমন দুটি প্রতিষ্ঠানকে এ ধরনের শর্তারোপ করেছে বিএসইসি। এর মধ্যে তথ্য-প্রযুক্তি খাতের কোম্পানি ই-জেনারেশনকে চার বছর এবং বারাকা পতেঙ্গা পাওয়ার কোম্পানিকে পাঁচ বছর নগদ লভ্যাংশ দেয়ার শর্ত দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা। তথ্যটি জানিয়ে খবর প্রকাশ করে সংবাদ মাধ্যম।
এসব শর্তারোপে সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থরক্ষার বিষয়টি অধিক গুরত্ব পাবে বলে আমরা আশা করি। কারণ পুঁজিবাজার থেকে মূলধন উত্তোলনের পর অনেক কোম্পানি পরিচালক খেয়ালখুশি মতো আচরণ করেন। এতে বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হন। তাই এমন বিধিবিধান করা জরুরি, যাতে বিনিয়োগকারীরা অসহায় হয়ে পড়বেন না। তাদের স্বার্থও সংরক্ষিত হবে। এতে পুঁজিবাজারে ন্যায় প্রতিষ্ঠা পাবে এবং এর ভিত্তি অনেক মজবুত হবে। পাশাপাশি পুঁজিবাজারকে সঠিকভাবে কাজে লাগিয়ে শিল্পায়নও গতি লাভ করবে। সুতরাং এসব বিষয় ভেবেই সংশ্লিষ্টদের সিদ্ধান্ত নেয়া প্রয়োজন।