Stock Market Journal

আইপিও অনুমোদন: শুধু কর্তৃপক্ষ বদলালে হবে না পদ্ধতিগত পরিবর্তন জরুরি

আইপিও নিয়ে নানা ধরনের অনিয়মের অভিযোগ বেশ পুরনো। এসব বিষয় নিয়ে অনেক কথা হয়েছে। আমরাও অনেক লিখেছি কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। সম্প্রতি পুঁজিবাজার নিয়ে যে টাস্কফোর্স গঠন করা হয়েছে, সে টাস্কফোর্স আইপিও বিষয়ে তাদের মতামত দিয়েছে। এখন বেশ পরিবর্তনের কথা বলা হয়েছে। এখন কথা হচ্ছে ব্যবস্থাপনাও বদলাতে হবে শুধু কর্তৃপক্ষ বদলালে হবে না।

কোনো কোম্পানি শেয়ারবাজার থেকে মূলধন সংগ্রহ করার অনুমতি পাবে কিনা, তা নিয়ে স্টক এক্সচেঞ্জের মতামতই যেন প্রাধান্য পায়, সেভাবে আইপিওর আইনি বিধান সংশোধনের প্রস্তাব করেছে শেয়ারবাজার সংস্কারে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি গঠিত টাস্কফোর্স। সোমবার সংস্থাটির কাছে টাস্কফোর্স তাদের আইপিও-সংক্রান্ত সুপারিশমালা জমা দিয়েছে।
আইপিও-সংক্রান্ত সুপারিশে কমিটি বলেছে, স্টক এক্সচেঞ্জ আইপিও-সংক্রান্ত আবেদন পর্যালোচনার জন্য বিশেষায়িত পৃথক প্যানেল থাকতে হবে। ওই প্যানেল আইপিও আবেদনকারী কোম্পানির খুঁটিনাটি পরীক্ষা করবে। প্রয়োজনে কোম্পানির কার্যালয়, কারখানা বা ব্যবসা প্রতিষ্ঠান সরেজমিন পরিদর্শন করবে। ওই প্যানেলের মতামতের ভিত্তিতে স্টক এক্সচেঞ্জ যদি কোম্পানিটিকে তালিকাভুক্তির যোগ্য বলে মত দেয়, তাহলে কমিশন ওই আবেদন অনুমোদনের বিষয় বিবেচনা করবে, অন্যথায় নয়। তবে স্টক এক্সচেঞ্জ কোনো কোম্পানির আইপিও বিষয়ে ইতিবাচক মতামত দেওয়ার পরও কমিশন তা গ্রহণ না করার এখতিয়ার রাখবে। আবার স্টক এক্সচেঞ্জ নেতিবাচক মতামত দেওয়ার পর চাইলে সংশ্লিষ্ট কোম্পানি রিভিউ আবেদন করতে পারবে।

এখন কথা হচ্ছে, কর্তৃত্ব যার হাতেই থাক, এর পদ্ধতিগত পরিবর্তন প্রয়োজন। না হলে এসব বিষয় কতটা কার্যকর কিছু হবে সেটি সংশয় থেকেই যাবে।