প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজারে আসা কোম্পানিগুলোর জবাবদিহিতা নিশ্চিত হওয়া প্রয়োজন। অনেক ক্ষেত্রে দেখা যায় বিনিয়োগকারীদের কাছ থেকে কোটি কোটি টাকা সংগ্রহ করে কয়েক বছর না যেতেই কোম্পানি দুর্বল হয়ে ‘জেড’ শ্রেণিভুক্ত হয়ে যাচ্ছে। এই ধরনের ঘটনার জন্য দায়ী কোম্পানি বা এর পরিচালকদের জবাবদিহিতা নিশ্চিত করা যায়নি। এসবের বিরুদ্ধে প্রয়োজনীয় শাস্তিও দেওয়া যায়নি। যে কারণে বিশাল ক্ষতির মধ্যে পড়েছেন বিনিয়োগকারীরা। সঠিক উপায়ে বিনিয়োগ করে লোকসান হলে, বিনিয়োগকারীরা এটি মেনে নিতে পারেন। কারণ পুঁজিবাজারে লাভ-লোকসান একটি নিয়মিত ঘটনা। এখানে শূন্যঝুঁকি বলতে কিছু নেই। কিন্তু কোম্পানি পরিচালনায় ব্যর্থতা বা অনিয়মের কারণে লোকসান কেনো মেনে নেবেন বিনিয়োগকারীরা? এই প্রশ্ন এড়িয়ে যেতে পারেন না সংশ্লিষ্টরা। তাদেরও দায় রয়েছে। কারণ তারা গুরুত্বপূর্ণ পদে আসীন। তাদের কাজ পুঁজিবাজারের স্বার্থ রক্ষা করা। এক্ষেত্রে বিনিয়োগকারী কিংবা কোম্পানি কারও প্রতি অবিচারই কাম্য নয়। এখানে সবাই ন্যায় বিচার এবং সুশাসন পাবে। আর এটি নিশ্চিত করবে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থাসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো। এটি করতে পারলে বাজার থেকে সংকট দূর হতে বাধ্য।