Stock Market Journal

আইএফআইসি ব্যাংকের রাইট আবেদন বাতিল করেছে বিএসইসি

এসএমজে ডেস্ক:

পুঁজিবাজারে তালিকাভু্ক্ত ব্যাংক খাতের কোম্পানি আইএফআইসি ব্যাংক লিমিটেডের রাইট আবেদন বাতিল করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

গতকাল (২৩ নভেম্বর) সোমবার রাইট আবেদন বাতিল করে কোম্পানি ও ইস্যু ম্যানেজারকে চিঠি দিয়েছে বিএসইসি।

জানা যায়, ব্যাংকটি প্রথমে ১:৪ হারে রাইট শেয়ার ইস্যু করতে চেয়েছিল। পরে পরিবর্তন করে ১:৫ অর্থাৎ বিদ্যমান প্রতি ৫টি শেয়ারের বিপরীতে ১টি শেয়ার ইস্যু করার জন্য আবেদন করে। আর এতে শেয়ারহোল্ডারদের সম্মতি নিয়ে বিএসইসিতে আবেদন করেছিল। কিন্তু বিএসইসি এতে সায় দেয়নি।

উল্লেখ্য, আইএফআইসি ব্যাংক আন্ডার রাইটার নিয়োগ দিতে না পারায় রাইট আবেদন বাতিল করেছে বিএসিইসি।সূত্র: ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)

এসএমজে/২৪/মি