Stock Market Journal

অ্যালুমিনিয়াম ফয়েল পেপার বক্স উৎপাদনে নতুন মেশিন স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে সোনালী পেপার

এসএমজে ডেস্ক:

অ্যালুমিনিয়াম ফয়েল পেপার বক্স উৎপাদনের জন্য নতুন মেশিন স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কাগজ ও মুদ্রণ খাতের কোম্পানি সোনালী পেপার মিলস লিমিটেডের পরিচালনা পর্ষদ ।

পরিচালনা পর্ষদ জানায়- কোম্পানিটি চায়নিজ কোম্পানি জাংজিগাং ফিনিসেস অ্যালুমিনিয়াম ফয়েল কোম্পানি লিমিটেড থেকে মেশিন আমদানি করবে। নতুন মেশিনে কোম্পানিটি দিনে এক লাখ পিস ফয়েল পেপার উৎপাদন করতে পারবে।

কোম্পানিটি আশা করছে, নতুন মেশিনের সম্পূর্ণ উৎপাদন ক্ষমতা ব্যাবহার করলে এটা বাজারে কোম্পানির রাজস্ব বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।সূত্র: ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)

এসএমজে/২৪/মি