Stock Market Journal

অস্বাভাবিক দরবৃদ্ধি: নোটিস দেওয়ায়ই কি সীমাবদ্ধ!

দেশের পুঁজিবাজারে প্রায়ই কোনো কোনো কোম্পানিরি শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়তে দেখা যায়। এসব ক্ষেত্রে বাজার কর্তৃপক্ষ সংশ্লিষ্ট কোম্পানিকে কারণদর্শানোর নোটিস দেয়। কোম্পানির জবাবে আসে গদবাঁধা- কোনো মূল্যসংবেদনশীল তথ্য নেই। তা হলে এভাবে শেয়ার দর বাড়ার কারণ কী? এক্ষেত্রে কেবল নোটিস দিয়েই বজার কর্তৃপক্ষের দায় শেষ! আর কি কিছুই করার নেই। কতদিন চলবে এই নোটিস চালাচালি?

সম্প্রতি এমনই দেখা গেছে দুটি কোম্পানির বেলায়ও। পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি দেশ গার্মেন্টস ও ফেডারেল ইন্স্যুরেন্স লিমিটেডের অস্বাভাবিক শেয়ার দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই। কোম্পানি দুইটির শেয়ারে অস্বাভাবিক দর বাড়ার কারণ ডিএসই জানতে চাইলে কোম্পানি এমনটিই জানায় বলে সংবাদ মাধ্যমে খবর হয়।

কোম্পানি দুইটির সম্প্রতি শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণে ডিএসই গত ১৩ এপ্রিল নোটিস পাঠায়। এর জবাবে কোম্পানি দুইটি জানায় শেয়ার দর বাড়ার পেছনে কোনো ব্যবসা সংক্রান্ত ও লাভজনক অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য নেই।

বাজার পর্যবেক্ষণে দেখা যায়, ডিএসইতে গত ২৯ মার্চ দেশ জেনারেল ইন্স্যুরেন্সের শেয়ার দর ছিল ১৫ টাকা। ১৫ এপ্রিল কোম্পানিটির শেয়ার দর  ৩৩ টাকা ৪০ পয়সায় উন্নীত হয়।

অন্যদিকে ফেডারেল ইন্স্যুরেন্সের শেয়ার দর গত ৪ এপ্রিল ১৭ টাকা ৫০ পয়সা ছিল। ১৫ এপ্রিল ২৫ টাকা ৭০ পয়সায় উন্নীত হয়। যা খুবই অস্বাভাবিক। এ ধরনের প্রবণতা বন্ধ না হলে বাজার ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে।