Stock Market Journal

অশুভ শক্তি থেকে পুঁজিবাজার মুক্ত করতে হবে

পতন কাটিয়ে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিচ্ছে দেশের পুঁজিবাজার। আগের কার্যদিবসের ধারাবাহিকতায় গতকাল বুধবারও শেয়ারবাজারে ঊর্ধ্বমুখিতার দেখা মিলেছে। প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সবকটি মূল্যসূচক বেড়েছে। সেই সঙ্গে ডিএসইতে লেনদেন বেড়ে ৬০০ কোটি টাকা ছাড়িয়েছে।

এর মাধ্যমে শেষ আট কার্যদিবসের মধ্যে সাত কার্যদিবস শেয়ারবাজারে ঊর্ধ্বমুখিতার দেখা মিললো। আর ২৫ কার্যদিবস বা এক মাসের বেশি সময় পর ডিএসইতে ৬০০ কোটি টাকার বেশি লেনদেন হলো।

এখন কথা হচ্ছে বাজারের এই গতি কতদিন অব্যাহত থাকবে। এটি কি পুঁজিবাজারের স্বাভাবিক অবস্থা কিনা? নাকি কোনো ধরনের আইওয়াশ! কারণ দেখা যাচ্ছে বিনিয়োগকারীরা কিছুটা বাজারমুখী হলেই কতিপয় চক্র কারসাজিতে মেতে ওঠে। এর মধ্য দিয়ে বিনিয়োগকারীরা সর্বস্বান্ত হন আর কতিপয় চক্র ফুলে ফেঁপে ওঠে। এই ধরনের চিত্র বহু বছর ধরেই পুঁজিবাজারে চলে আসছে। এখন এর পরিবর্তনই সকলের কাম্য হতে পারে।

যেভাবেই হোক বাজারের নিয়ন্ত্রণ অশুভ শক্তি থেকে মুক্ত করতে হবে। এটি না পারলে হারিক্যান দিয়ে খুঁজেও বিনিয়োগকারী পাওয়া যাবে না বাজারে।