Stock Market Journal

অর্ধেকে নেমে এসেছে লেনদেন, প্রকৃত কারণ কী

পুঁজিবাজারে কিছু বিষয় অনিশ্চিত থাকাটা স্বাভাবিক। এখানে আগে থেকে সব কিছু বলা যায় না। তবে তারও একটা মাত্রা আছে। কিন্তু আমাদের দেশে পুঁজিবাজারে কোনো মাত্রা-টাত্রার বালাই নেই। যখন-তখন উল্টাপাল্টা আচরণ করে বাজার। কখনো কখনো এটিই যেনো নিয়ম হয়ে যায়। সম্প্রতি দেশের পুঁজিবাজারে দরপতন চলছে। এর মধ্যে লেনদেও অস্বাভাবিক হারে কমে আসছে। কিন্তু এর প্রকৃত কারণ কী? এমন প্রশ্ন রয়েছে সংশ্লিষ্টদের মধ্যেও।

ধারাবাহিকভাবে লেনদেন কমতে কমতে বৃহস্পতিবার সপ্তাহের শেষ কার্য দিবসে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রায় সাত মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন হয়েছে। কিছু দিন আগেও লেনদেন প্রায় দ্বিগুণ ছিলো। লেনদেন কমে যাওয়ার পাশাপাশি দরপতন হয়েছে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেনের চিত্রও একই রকম। বলা হচ্ছে দেশের অর্থনীতির সূচক উন্নতির দিকে। মাথাপিছু আয় বেড়েছে। নানা রকম সুসংবাদ আসছে। তারপরও বাজারের এমন চিত্র কেনো? নিশ্চয় কোথাও গলদ রয়েছে। এই গলদ খুঁজে বের করা দরকার। না হলে বাজারে স্বাভাবিকতা ফিরে আসা সম্ভব হবে বলে মনে হয় না।