Stock Market Journal

অর্ধেকের বেশি সম্পদ বিক্রির চুক্তি করতে পারবে না কোম্পানি

নিজস্ব প্রতিবেদক:

পুঁজিবাজারের তালিকাভুক্ত ইস্যুয়ার কোম্পানির শেয়ারহোল্ডারদের অনুমোদন ব্যতিরেকে উক্ত কোম্পানির ৫০ শতাংশ এর বেশি সম্পদ বিক্রির চুক্তিতে আবদ্ধ হতে পারবে না।

গতকাল, মঙ্গলবার বিএসইসির ৭১৬তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) বিদ্যমান একটি নোটিফিকেশন সংশোধনের সিদ্ধান্ত গ্রহণ করেছে। উক্ত নোটিফিকেশনে অন্যান্য সংশোধনীর উল্লেখযোগ্য সংযোজন নিম্নরূপঃ

কোনো তালিকাভুক্ত ইস্যুয়ার কোম্পানির শেয়ার হোল্ডারদের সাধারণ সভায় অনুমোদন ব্যতিরেকে উক্ত কোম্পানির পূর্ববর্তী নিরীক্ষিত হিসেবে মোট স্থাবর সম্পত্তির অর্ধেক (৫০ শতাংশ) এর বেশি সম্পদ বিক্রির চুক্তিতে আবদ্ধ হতে পারবে না এবং প্রথম লেনদেনর তারিখ থেকে পরবর্তী এক বছরের মধ্যে একক বা যৌথভাবে লেনদেনের মাধ্যমে উক্ত বিক্রয় সীমা অতিক্রম করবে না। সূত্র: বিএসইসি।

এসএমজে/২৪/বা