আঠার কোটি মানুষের দেশ আমাদের। সে হিসাবে সামান্য সংখ্যক মানুষকেই আমরা পুঁজিবাজারের সঙ্গে যুক্ত করতে পেরেছি। এর মূল কারণ হচ্ছে পুঁজিবাজার সম্পর্কে অনেক মানুষের ধারণাই নেই। বিশেষ করে অর্থনীতি আর পুঁজিবাজারের স্বার্থ যে, অভিন্ন এটিই অনেককে বোঝানা যায়নি। যে কারণে উন্নতবিশ্বের পুঁজিবাজারগুলোর তুলনায় আমরা পিছিয়ে রয়েছি।
আধুনিক যুগের অর্থনীতির অন্যতম স্তম্ভ হচ্ছে পুঁজিবাজার। এর সঙ্গে সম্পর্কিত আছে বহুমুখী কর্মসূচি। এর মধ্যে সবগুলো বিষয় গুরুত্ব দিয়ে ভেবে দেখা জরুরি। যেমন দেশের শিল্পায়ন বা শিল্প বিপ্লব। এর মধ্য দিয়ে দেশের অর্থনীতি অনেক দূর বিকশিত হতে পারে। বিশেষ করে বেকারত্ব আমাদের দেশের একটি অন্যতম সমস্য। এই সমস্যা থেকে উত্তরণের বড় উপায় হচ্ছে শিল্পায়ন। আর এক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে পুঁজিবাজার। বড় আকারে শিল্পায়ন হলে রাজস্বেও একটি ইতিবাচক প্রভাব পড়ে। যার মধ্য দিয়ে রাষ্ট্রের মেরুদণ্ড আরও মজবুত হতে পারে। এছাড়া পুঁজিবাজারে অনেক শিক্ষিত বেকার যুবকের আয় রোজগারেরও সুযোগ রয়েছে। ফলে সবদিক বিবেচনায় নিয়ে বলা যায় দেশের অর্থনীতি আর পুঁজিবাজারের স্বার্থ আলাদা কিছু নয়। এই চিন্তা থেকে কাজ করলেই সবকিছু আরও সহজ হয়ে যায়।