Stock Market Journal

অর্থনীতির সঙ্গে তাল মিলিয়ে পুঁজিবাজারের প্রসার ঘটেনি

গত এক দশকে আন্তর্জাতিক পুঁজিবাজার যে হারে বিকশিত হয়েছে, দেশের পুঁজিবাজারে সেটি ঘটেনি। বাংলাদেশের অর্থনীতি গত ১০ বছরে অনেক বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে এ সময় জনগণের মাথাপিছু আয়ও অনেক বেড়েছে। এর ফলে জনগণের সঞ্চয়ও বেড়েছে। জনগণ এ সঞ্চয়কে বিনিয়োগের জন্য নানা খাত খুঁজছে। দেশের পুঁজিবাজার এ সুযোগ নিতে পারে। আমাদের দেশের অর্থনীতির সঙ্গে তাল মিলিয়ে পুঁজিবাজারের প্রসার ঘটেনি। এটি এক ধরনের দুর্বলতা হিসেবেই থেকে গেছে। তাই পুঁজিবাজার থেকে অর্থবাজারের আকার অনেক বেশি। আমরা যদি সরকারি-বেসরকারি বিভিন্ন অবকাঠামো এবং শিল্পায়নের জন্য প্রয়োজনীয় মূলধন সরবরাহ করতে পারি তবে পুঁজিবাজারের আকার বাড়বে এবং একই সঙ্গে ব্যাংকিং খাতের ওপরও চাপ কমবে।

পুঁজিবাজারের এ বিষয়ে আমরা আগেও লিখেছি। সম্প্রতি করোনাকালের কিছু বিষয় বাদ দিলে অর্থনীতি এখনও বিকাশমান। এই বিকাশের সঙ্গে পুঁজিবাজারের বিকাশের ভারসাম্য নেই। এক্ষেত্রে ভারসাম্য সৃষ্টি হওয়া প্রয়োজন। এ মধ্য দিয়ে বিনিয়োগকারী ও শিল্পোদ্যোক্তা উভই লাভবান হতে পারে। একই সঙ্গে আন্তর্জাতিক মান স্পর্শ করতে হলে আমাদের পুঁজিবাজারের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই।