Stock Market Journal

অর্থনীতির অন্যতম স্তম্ভ পুঁজিবাজার কেনো অবহেলিত?

বর্তমান যুগে অর্থনীতির অন্যতম স্তম্ভ পুঁজিবাজার। এটি বিশ্বজুড়ে স্বীকৃত একটি বিষয়। আমাদের দেশে বিশেষজ্ঞরা বিষয়টি স্বীকার করেন। তারপরও পুঁজিবাজার কেনো এতো অবহেলিত?

দেশের অর্থনীতিকে মজবুত করতে হলে পুঁজিবাজারকে গুরুত্ব দিতে হবে। কিন্তু দেখা যাচ্ছে আমাদের নীতিনির্ধারকরা বিষয়টি নিয়ে কতটা ভাবেন, সেই প্রশ্ন থেকেই যাচ্ছে। বছরের পর বছর পুঁজিবার বেহাল। কিন্তু কোনো প্রতিকার নেই। এটি হতে পারে না। দেশে অনেক মানুষ আছেন, যারা পুঁজিবাজারের ভালো চান। তাই বলে সব মানুষই ভালো চান এটি বলা যাবে না। কারণ আমরা বিভিন্ন সময় দেখেছি পুঁজিবাজার নিয়ে কতিপয় লোক এক ধরনের খেলায় মত্ত হয়েছেন। এ কারণে লাখ লাখ বিনিয়োগকারী পথে বসেছেন। বাজার প্রতি সাধারণ বিনিয়োগকারীদের আস্থা নষ্ট হয়েছে। এ কারণে এখন অবস্থা আরও খারাপ হচ্ছে। এইপরও কেনো সংশ্লিষ্টরা সক্রিয় হচ্ছেন না, কিছু একটা করছেন না। এই প্রশ্ন ওঠা অস্বাভাবিক নয়।

আমরা মনে করি এখনও দেশে অনেকে আছেন যারা পুঁজিবারের মোড় ঘুরিয়ে দিতে সক্ষম। তাদেরকে যুক্ত করা হোক। তাদের মূল্যবান পরামর্শ নিয়ে ইতিবাচকভাবে ভাবনা চিন্তা করা হোক। তা হলে একটা উপায় বের হতে পারে।