যেনতেনভাবেই কোম্পানিগুলোর শেয়ার দর বাড়াই পুঁজিবাজারের লক্ষ্য হতে পারে না। বিশেষ করে দুর্বল মৌলভিত্তির লোকসানি কোম্পানি শেয়ার দর বাড়লে বাজারে ঝুঁকি বেড়ে যায়। অযৌক্তিক দরবৃদ্ধির কারণে বাজারের ভিত্তিও দুর্বল হয়। কিন্তু আমাদের দেশের পুঁজিবাজারে এ ধরনের ঘটনা অনেক সময়ই ঘটে থাকে। বিষয়টি খুব গুরুত্ব দিয়ে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
সাধারণ বিনিয়োগকারীদেরও এ বিষয়ে দায় রয়েছে। তাদেরও ওইসব কোম্পানিতে বিনিয়োগ করার আগে সর্তক থাকা প্রয়োজন। শেয়ার লেনদেনের ক্ষেত্রে বিশেষভাবে কোম্পনির সার্বিক অবস্থা বিশ্লেষণ করতে হবে। এখানে জুয়ার মতো ভাগ্যের ওপর সব কিছু ছেড়ে দেওয়া মোটেই উচিত নয়। নিজের বুদ্ধি-বিবেচনার ওপর গুরুত্ব দিতে হবে। এছাড়া পুঁজিবাজারে নানা ধরনের গুজব ছড়ানো হয়। এক শ্রেণির অসাধু ব্যক্তি এসব করে। বিনিয়োগকারীদের কাজ হচ্ছে এসব বিষয় এড়িয়ে যাওয়া। নিজের অভিজ্ঞতা ও জ্ঞানকে কাজে লাগানো।
পুঁজিবাজারে অনেকগুলো পক্ষ রয়েছে। সব পক্ষের সমন্বিত কর্মকাণ্ডেই পুঁজিবাজার চলে। এখানে কোনো একটি পক্ষ দুর্বল হলে চলবে না। বাজারে যাতে বিনিয়োগঝুঁকি কম থাকে সেই লক্ষ্যে সবাইকেই উদ্যোগী হতে হবে। আর এটিই একটি উন্নত পুঁজিবাজারের লক্ষ্য হওয়া উচিত। তাই অযৌক্তিক দরবৃদ্ধি রোধে ব্যবস্থা নিন।