পুঁজিবাজারে কোনো কোম্পানির শেয়ারের অযৌক্তিক দরবৃদ্ধি বিনিয়োগকারীদের ঝুঁকি বাড়ায়। তাই বিষয়টি সম্পর্কে সব মহলের সজাগ হওয়া দরকার। সম্প্রতি পুঁজিবাজারে কিছুটা ইতিবাচক প্রবণতা দেখা যাচ্ছে। এ সময় অনেক ভালো মৌলভিত্তির শেয়ার দর এখনও আশানুরূপ বাড়েনি। তবে কতিপয় কারসাজি চক্রের কারণে কোনো কোনো শেয়ারের দর অযৌক্তিভাবে বাড়ছে বলেও অভিযোগ রয়েছে।
পুঁজিবাজারে গত পাঁচ দিন ধরে টানা ‘হল্টেড বা সর্বোচ্চ মূল্যবৃদ্ধি’ ঘটছে চামড়া খাতের কোম্পানি ফরচুন শুজের। তাতে এই পাঁচ দিনে কোম্পানিটির সাড়ে ২১ টাকার শেয়ারের দাম হয়েছে প্রায় সাড়ে ৩১ টাকা। অর্থাৎ পাঁচ দিনে কোম্পানিটির শেয়ারের দাম ৪৫ শতাংশ বা ৯ টাকা ৮০ পয়সা বেড়েছে। গত ১ থেকে ৭ জুনের মধ্যে এ মূল্যবৃদ্ধির ঘটনা ঘটেছে। বাজারসংশ্লিষ্টরা, এই মূল্যবৃদ্ধিকে অস্বাভাবিক বলে অভিহিত করছেন। তাঁদের মতে, একমাত্র কারসাজির মাধ্যমেই এটি সম্ভব।
আমরা বরবরই বলে আসছি, বাজার থেকে কারসাজি দূর করতে হবে। একটি স্বচ্ছ বাজারের নিশ্চয়তা থাকতে হবে তা হলে বিনিয়োগকারীদের মধ্যে আস্থা আসবে। এতে লেনদেন আরও প্রাণবন্ত হবে। এ কারণেই কোনো ধরনের অস্বাভাবিক প্রবণতাই কাম্য নয়।