Stock Market Journal

অভিনেতা শাহীন আলম আর নেই

বিনোদন ডেস্ক:

না ফেরার দেশে চলে গেলেন চিত্রনায়ক শাহীন আলম। কিডনিজনিত জটিলতায় গতকাল সোমবার রাত ১০:০৫ মিনিটে মৃত্যু হয় এই অভিনেতার। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান।

তিনি জানান, হাসপাতালের আনুষ্ঠানিকতা সেরে মরদেহ গুলশানের বাসার দিকে নিয়ে যাওয়া হচ্ছে। ফজরের নামাজের পর তার জানাজা নামাজ গুলশান নিকেতন মসজিদে অনুষ্ঠিত হবে। এরপর এই অভিনেতাকে দাফন করা হবে বনানী কবরস্থানে।

জানা যায়, করোনার কারণে শাহীন আলমের লাশ এফডিসিতে নেওয়া হবে কিনা সেটাও অনিশ্চিত। মূলত পরিবারের সদস্যরা চাচ্ছেন না বলে জানা গিয়েছে।

কিডনিজনিত জটিলতা গুরুতর হলে গত সপ্তাহে তাকে রাজধানীর আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয়। ৬ মার্চ থেকে লাইফ সাপোর্টে ছিলেন শাহীন আলম।

১৯৮৬ সালে নতুন মুখের সন্ধানের মাধ্যমে চলচ্চিত্রে অভিনয়ের সুযোগ পান শাহীন আলম। তার অভিনীত প্রথম সিনেমা ‘মায়ের কান্না’ ১৯৯১ সালে মুক্তি পায়। তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ঘাটের মাঝি, এক পলকে, গরিবের সংসার, তেজী, চাঁদাবাজ, প্রেম প্রতিশোধ, টাইগার, রাগ-অনুরাগ, দাগী সন্তান, বাঘা-বাঘিনী, আলিফ লায়লা, স্বপ্নের নায়ক, আঞ্জুমান, অজানা শত্রু, দেশদ্রোহী, প্রেম দিওয়ানা, আমার মা, পাগলা বাবুল, শক্তির লড়াই, দলপতি, পাপী সন্তান, ঢাকাইয়া মাস্তান, বিগবস, বাবা ও বাঘের বাচ্চা।

এসএমজে/২৪/রা