অন্যের কথায় পুঁজিবাজারে বিনিয়োগ করা ঠিক নয়। পুঁজিবাজারে আসার আগে কিছুটা সময় প্রস্তুতি দরকার আছে। এখানে বিনিয়োগ করারে আগে জানতে হবে পুঁজিবাজার কী, এর নিয়ম-কানুন কী ধরনের এবং কীভাবে এটি চলমান থাকে। শত শত কোম্পানি পুঁজিবাজারে তালিকাভুক্ত। এর সব না হলেও অধিকাংশ কোম্পানি সম্পর্কে খোঁজ-খবর নেয়া উচিত, বিনিয়োগ করার আগে। এর বাইরেও আরও অনেক বিষয় আছে জানার। তালিকাভুক্ত কোম্পানিগুলো কী কীভাবে বিনিয়োগকারীদের কাছে দায়বদ্ধ। কোন ধরনের কোম্পানি কীভাবে পুঁজিবাজারে রয়েছে। এগুলো সম্পর্কে প্রয়োজনীয় জ্ঞান থাকা আবশ্যক।
বর্তমান যুগে পুঁজিবাজার সম্পর্কে অনেক ভালো ভালো বই রয়েছে। এসব বই থেকে পুঁজিবাজার সম্পর্কে জানা যাবে। না জেনে এখানে যুক্ত হওয়া কোনো মতেই সমর্থনযোগ্য নয়। একই সঙ্গে দেশ দেশের বাইরের অর্থনীতি সম্পর্কেও খবর রাখতে হবে। অর্থনীতির গতিপ্রকৃতির সঙ্গে পুঁজিবাজার জড়িত। আরও একটি বিষয় হচ্ছে পুঁজিবাজার জুয়ার জায়গা নয়, এখানে জুয়াড়ি মানসিকতা নিয়ে বিনিয়োগ করা যাবে না। প্রতিটি কোম্পানিতে বিনিয়োগ করার আগে এর খুটিনাটি অবগত হওয়ার দরকার আছে। আর এক্ষেত্রে নিজেকে যোগ্য করে তোলাটাই বুদ্ধিমানের কাজ। অন্যের মুখাপেক্ষী হয়ে বিনিয়োগ করা উচিত নয়।