Stock Market Journal

অনুমোধন পেল নর্দানের শতভাগ ডিভিডেন্ড

নিজস্ব প্রতিবেদক:

পুঁজিবাজারের বেহাল অবস্থায় থাকা নর্দান জুট এবছর ১০০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেয়ায় আনন্দিত বিনিয়োগকারীরা। সাধারণ বিনিয়োগকারীদের সম্মতিতে আজ রোববার কোম্পানির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) চূড়ান্ত অনুমোদন পায় ঘোষিত ওই ডিভিডেন্ড। রাজধানীর মহাখালীর রাওয়া ক্লাবে কোম্পানিটির ৩৯তম এজিএম হয়। এ সময় সরকার পলিথিনের পরিবর্তে পাটের ব্যাবহারের ওপর গুরুত্ব আরোপ করায় পাটের তৈরি নতুন ব্যাগ উৎপাদন করে বাজারে আনার জন্য কোম্পানির প্রতি আহ্বান জানান বিনিয়োগকারীরা।

এক বিনিয়োগকারী বলেন- ১০০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেয়ায় আমরা আনন্দিত। তবে ডিভিডেন্ডের টাকা সাত দিনের মধ্যে আমাদের বিও একাউন্টে পাঠালে আরও বেশি খুশি হবো। পাশাপাশি আগামী বছরগুলোতে এই ডিভিডেন্ডের ধারাবাহিকতা অব্যাহত রাখার আহবান জানান তিনি।

এজিএমে উপস্থিত ছিলেন কোম্পানিটির চেয়্যারম্যান উজ্জল কুমার নন্দি, ব্যবস্থাপনা পরিচালক আনগো মোহন রয়, কোম্পানির পরিচালক স্বপন কুমার মিস্ত্রি, আর্থস্কোপ লিমিটেডের মনোনিত পরিচালক অমিতাভ অধিকারী এবং সাধারণ বিনিয়োগকারীগণ।

এসএমজে/২৪/মি