Stock Market Journal

অনুমোদন পেল সামিট পাওয়ারের ৩৫ শতাংশ ডিভিডেন্ড

নিজস্ব প্রতিবেদক:

পুঁজিবাজারের তালিকাভুক্ত জ্বালানি ও বিদ্যুৎ খাতের কোম্পানি সামিট পাওয়ার লিমিটেড বিনিয়োগকারীদের জন্য ৩৫ শতাংশ নগদ ডিভিডেন্ড অনুমোদন করেছে। আজ রোববার (২৪ নভেম্বর) রাজধানীর খামারবাড়ীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে ২২ তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এ ডিভিডেন্ড চূড়ান্ত অনুমোদন পায়। এর আগে কোম্পানির পরিচালনা পর্ষদ ৩৫ শতাংশ নগদ লভ্যাংশ প্রদানের সুমপারিশ করে।

কোম্পানির চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খান বলেন- গত দুইবছর যাবৎ ৩০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদনের পর এই বছর ৩৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করতে পেরে আমরা সন্তুষ্ট।

সভায় সভাপতিত্ব করেন কোম্পানি চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খান, এছাড়া, আরও উপস্থিত ছিলেন কোম্পানির ভাইস চেয়ারম্যান মো. লতিফ খান ও কোম্পানির কর্মকর্তাবৃন্দ।

এসএমজে/২৪/মি