Stock Market Journal

অনুমোদন পেল শাশা ডেনিমের ১০ শতাংশ লভ্যাংশ

নিজস্ব প্রতিবেদক:

বার্ষিক সাধারণ সভা (এজিএম) সম্পন্ন করেছে পুঁজিবাজারের তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি শাশা ডেনিম্ লিমিটেড। আজ বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাজধানীর ক্যান্টনমেন্টের জাহাঙ্গীর গেইটের নিকটবর্তী ট্রাস্ট মিলানায়তনে  কোম্পানিটির ২২ তম  বার্ষিক সাধারন এজিএম অনুষ্ঠিত হয়। এতে কোম্পানির পরিচালনা পর্ষদের সুপারিশ করা ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ সাধারণ বিনিয়োগকারীদের সর্বসম্মতিতে চূড়ান্ত অনুমোদন পায়।

গত বছর কোম্পানিটি ১৫ শতাংশ নগদ লভ্যাংশ এবং ৭ শতাংশ বোনাস শেয়ার  দিয়েছিল। এবছর ৫ শতাংশ নগদ লভ্যাংশ এবং ৫ শতাংশ বোনাস শেয়ার দেয়ায় বিনিয়োগকারীদের মধ্যে এজিএমে কোনো ধরনের প্রতিক্রিয়া দেখা যায়নি। তবে আগামী অর্থ বছরগুলোতে কোম্পানিটির পরিচালনা পর্ষদকে বোনাস শেয়ারের পরিবর্তে শুধু নগদ লভ্যাংশ দেওয়ার আহবান জানিয়ছে।

এতে সভাপতিত্ব করেন কোম্পানীর অডিট কমিটির চেয়ারম্যান এন.কে.এ মবিন এফসিএ। উক্ত সভায় উপস্থিত ছিলেন কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক জনাব শামস্ মাহমুদ, এন আর সি কমিটির চেয়ারম্যান স্বতন্ত্র পরিচালক জনাব সৈয়দ মইনূল হক, মিসেস জেরিন মাহমুদ এফ সি এ, কোম্পানীর অর্থ পরিচালক জনাব আহাসানুল হক, কোম্পানীর সচিব জনাব আসলাম আহমেদ খান, সিএফও জনাব সারোয়ার হোসেনসহ কোম্পানির অন্যান্য কর্মকর্তা এবং বিনিয়োগকারীরা।

এসএমজে/২৪/বা