Stock Market Journal

অনুমোদন পেল মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের বন্ড

এসএমজে ডেস্ক:

অনুমোদিত হলো পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের বন্ড। গতকাল মঙ্গলবার পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৭১৩তম কমিশন সভায় এ অনুমোদন দেয়া হয়েছে।

ব্যাংকটির ৫০০ কোটি টাকার রিডিমঅ্যাবল নন-কনভার্টেবল সাবঅর্ডিনেটেড বন্ডের অনুমোদন দেয়া হয়েছে। ৭ বছর মেয়াদী এই বন্ডের বৈশিষ্ট্য হলো নন-কনভার্টেবল, ফুল্লি রিডিমঅ্যাবল, আনসিকিউরড ও আনলিস্টেড সাবঅর্ডিনেটেড বন্ড। যা বিভিন্ন প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী এবং অন্যান্য যোগ্য বিনিয়োগকারীদের মধ্যে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করা হবে।

এই বন্ড ইস্যুর মাধ্যমে মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অর্থ উত্তোলন করে টায়ার-II ক্যাপিটাল বেস শক্তিশালী করবে। এই বন্ডের প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১ কোটি টাকা। এই বন্ডের ট্রাস্টি এবং ম্যানডেটেড লিড অ্যারেঞ্জার হিসাবে রয়েছে যথাক্রমে ইবিএল ইনভেস্টমেন্টস এবং আরএসএ অ্যাডভাইজরি লিমিটেড। সূত্র : বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)

এসএমজে/২৪/বা