Stock Market Journal

অনুমোদন পেল এএমসিএলের ৩২ শতাংশ লভ্যাংশ

নিজস্ব প্রতিবেদক:

অনুমোদন পেল পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য ও অনুষঙ্গিক খাতের এগ্রিকালচারাল মার্কেটিং কোম্পানি লিমিটেডের (এএমসিএল-প্রাণ) ৩২ শতাংশ নগদ লভ্যাংশ। আজ শনিবার রাজধানীর বাড্ডায় অবস্থিত প্রিমিয়ার প্লাজায় অনুষ্ঠিত কোম্পানির ৩৪তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এ লভ্যাংশ অনুমোদিত হয়।

কোম্পানির পরিচালনা পর্ষদ গত অর্থবছরেও ৩২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। লভ্যাংশের এই ধারাবাহিকতা বজায় রাখায় বিনিয়োগকারীদের মধ্যে তেমন নেতিবাচক প্রতিক্রিয়া দেখা যায়নি। বিনিয়োগকারীরা আগামী বছরগুলোতে লভ্যাংশের পরিমাণ বাড়ানোর দাবি জানান।

২০১৮-১৯ অর্থবছরে কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস), মোট সম্পদ মূল্য (এনএভি), শেয়ারপ্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ও রাজস্ব আয় বাড়লেও কমেছে রপ্তানী আয়। তাছাড়া কোম্পানির আর্থিক খরচও বেড়েছে আগের বছরের তুলোনায়। এপ্রসঙ্গে কোম্পানির হিসাবসংক্রান্ত পরিচালক বলেন, ব্যাংকের ঋণের সুদের হার বেড়ে যাওয়ায় আর্থিক খরচের পরিমাণ বেড়েছে।

সভায় উপস্থিত ছিলেন কোম্পানির চেয়ারম্যান আহসান খান চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াস মৃধা, পরিচালক উজমা চৌধুরী, পরিচালক সাবিহা আমজাদ, স্বতন্ত্র পরিচালক ‍মোঃ আব্দুস সালাম এফসিএ, প্রধান অর্থ কর্মকর্তা মোহাম্মদ ইয়ামিন, পরিচালক (বিপনন) চৌধুরী কামরুজ্জামান, পরিচালক (হিসাব) চোধুরী আতিয়ুর রাসুল, কোম্পানি সচিব কাজী আবদুর রহমানসহ কোম্পানির অন্যান্য কর্মকর্তা এবং বিনিয়োগকারীরা।

এসএমজে/২৪/বা